অন্য সৌরজগতে পৃথিবীর সমান নতুন গ্রহ—K2-229b
ঠিক পৃথিবীর আকারেরই একটি নতুন গ্রহের সন্ধান পেলেন বৈজ্ঞানিকরা। এই গ্রহটি আমাদের পৃথিবী থেকে মাত্র ২০% বড়। তবে পৃথিবীর থেকে এর ঘনত্ব আড়াই গুণ বেশি।
নয়া-আবিষ্কৃত এই গ্রহটির নামকরণ এখনও না হলেও K2-229b বলে চিহ্নিত করা হয়েছে। পৃথিবী থেকে ২৬০ মিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত এই গ্রহটি একটি বামন নক্ষত্রের চারপাশে পরিক্রমণ করছে। দিনের বেলায় গ্রহটির তাপমাত্রা ২০০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। সূর্যের থেকে পৃথিবী যত দূরে অবস্থিত, তার তুলনায় এই গ্রহটি যে নক্ষত্রের চারপাশে পরিক্রমণ করছে, তার ১০০ গুণ কাছে অবস্থিত। কন্যা রাশিমণ্ডলী র অন্যতম সদস্য এই গ্রহটি প্রতি ১৪ ঘণ্টায় একবার নক্ষত্রের চারপাশে পরিক্রমণ করে।
ফ্রান্সের Aix-Marseille Universite এবং ইংল্যান্ডের University of Warwick-এর গবেষকরা K2 টেলিস্কোপের সাহায্যে এই গ্রহটি সম্প্রতি আবিষ্কার করেন। এই গ্রহের প্রচুর ধাতব পদার্থ রয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। আকারে অনেকটা পৃথিবীর মতো হলেও নক্ষত্রের এত কাছে থাকায় প্রকৃতিগত ভাবে সৌরজগতের বুধের সঙ্গে এই গ্রহটির অনেক সাদৃশ্য রয়েছে।
No comments