মুস্তাফিজের প্রথম ম্যাচে হায়দ্রাবাদের প্রথম হার | সাকিবের একাদশে থাকা ন...

বোলিংয়ে ৪ ওভারে খরচ করেছিলেন ৩৯ রান, উইকেট পেয়েছিলেন ১টি। তবুও তার ওপরে সুপার ওভারে ভরসা রেখেছিল টিম ম্যানেজম্যান্ট। কিন্তু বাঁহাতি পেসার দুই ছক্কা ও এক চার হজম করে দলকে হারিয়েছেন সুপার ওভারে।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১২১ রান করে ইসলামাবাদ ইউনাইটেড। জবাবে ইনিংসের শেষ বলে শেষ উইকেট হারিয়ে লাহোরও করে ১২১ রান। টাই হওয়ায় ম্যাচ গড়ায় সুপার ওভারে।
সুপার ওভারে আগে ব্যাটিং করে লাহোর ১ উইকেটে তুলে ১৫ রান। ইসলামাবাদকে ১৬ রান টার্গেট দিয়ে লাহোর শিবিরকে বেশ চনমনেই লাগছিল। তবে কে বল করবেন তা নিয়ে ছিল ধোঁয়াশা। ৩৯ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে ঝুঁকি নিয়েছিল ঠিকই। কিন্তু মুস্তাফিজ হতে পারেননি নায়ক।
প্রথম বলে আন্দ্রে রাসেল নেন এক রান। মুস্তাফিজের স্লোয়ার ঠিকমত পিক করে দ্বিতীয় বলে লং অন দিয়ে ছক্কা হাঁকান আসিফ আলী। একটুর জন্য অবশ্য ম্যাককালামের হাতে বল আসেনি। নয়তো শুরুতেই এগিয়ে যেত লাহোর। তৃতীয় বল ডট। চতুর্থ বলটিও ডট হতে পারত। কিন্তু উইকেটের পিছনে দাঁড়িয়ে দিনেশ রামদিন বল তালুবন্দি করতে ব্যর্থ।

No comments

Theme images by caracterdesign. Powered by Blogger.