শাহবাগে বিক্ষোভকারীদের ওপর লাঠিপেটা-কাঁদানে গ্যাস।।কোটা সংস্কার আন্দোলন ...

কোটা সংস্কারের দাবিতে রাজধানী শাহবাগে জড়ো হয়েছেন হাজার হাজার চাকরিপ্রার্থী। অন্যদিনের মতো পুলিশের বাধারও সম্মুখীন হয় তারা। আন্দোলনরত চাকরিপ্রার্থীরা পুলিশ যেন ‘গলাটিপে’ না ধরে সেজন্য ‘ভাই বলে ডেকে’ খাতির করার চেষ্টা করেন। তখন পুলিশ একটু নরম হয়ে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের অবস্থানকে কেন্দ্র করে একপাশে অবস্থান নেয়। এরপর আন্দোলনকারীদের দৃষ্টি পড়ে শাহবাগের ফুলের দোকানে। সঙ্গে সঙ্গেই তারা লাল গোলাপ হাতে তুলে পুলিশকে শুভেচ্ছা জানাতে এগিয়ে যান। তখন পুলিশ লাল গোলাপ না নিয়ে রাস্তা থেকে সরে দাঁড়ায়।



এ সংবাদ লেখা পর্যন্ত আন্দোলনকারীরা শাহবাগ মোড়ের রাস্তা অবরোধ করে রেখেছেন। একই সঙ্গে ‘কোটা সংস্কার চাই’ স্লোগান দিয়ে আওয়াজ তুলছেন, সঙ্গে চলছে দেশাত্মবোধক গান। এছাড়া ‘বঙ্গবন্ধুর বাংলায়, কোটা বৈষম্যের ঠাঁই নাই’ ইত্যাদি স্লোগানও দিচ্ছেন।


এর আগে, বিকাল তিনটা থেকে প্রায় তিন হাজার চাকরিপ্রার্থী শাহবাগ মোড়ের রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। ফলে শাহবাগের সব সড়কে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। এদিকে গাড়ি চলাচল করতে না পারায় বিপাকে পড়ছেন হাজারও যাত্রী

No comments

Theme images by caracterdesign. Powered by Blogger.