শাহবাগে বিক্ষোভকারীদের ওপর লাঠিপেটা-কাঁদানে গ্যাস।।কোটা সংস্কার আন্দোলন ...
কোটা সংস্কারের দাবিতে রাজধানী শাহবাগে জড়ো হয়েছেন হাজার হাজার চাকরিপ্রার্থী। অন্যদিনের মতো পুলিশের বাধারও সম্মুখীন হয় তারা। আন্দোলনরত চাকরিপ্রার্থীরা পুলিশ যেন ‘গলাটিপে’ না ধরে সেজন্য ‘ভাই বলে ডেকে’ খাতির করার চেষ্টা করেন। তখন পুলিশ একটু নরম হয়ে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের অবস্থানকে কেন্দ্র করে একপাশে অবস্থান নেয়। এরপর আন্দোলনকারীদের দৃষ্টি পড়ে শাহবাগের ফুলের দোকানে। সঙ্গে সঙ্গেই তারা লাল গোলাপ হাতে তুলে পুলিশকে শুভেচ্ছা জানাতে এগিয়ে যান। তখন পুলিশ লাল গোলাপ না নিয়ে রাস্তা থেকে সরে দাঁড়ায়।
No comments