প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০

 প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ  ২০২০ ।   প্রাথমিক শিক্ষা অধিদপ্তর  শূণ্যপদে  দেশের সকল সরকারি প্রাইমারি বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের নিয়োগের সার্কুলার 2020 প্রকাশ করা হয়েছে । দেখে নিন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ  বিজ্ঞপ্তি ২০২০ এর বিস্তারিত তথ্য।


প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০

প্রাথমিক ও গণশিক্ষা সুত্রমতে জানা যায় যে, অক্টোবর মাসে প্রাথমিক বিদ্যালয়ে ৩২ হাজার ৫৭৭ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে  । প্রাথমিকে শিক্ষক নিয়োগে যে নতুন নীতিমালার কথা রয়েছে তা প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২০ তে প্রযোজ্য হবে কিনা তা এখনো জানা যায়নি ।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শূন্যপদে ৩২ হাজার ৫৭৭ জন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়টি চূড়ান্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এসব পদের মধ্যে প্রাক-প্রাথমিক স্তরের জন্য ২৫ হাজার ৬৩০ জন এবং প্রাথমিক স্তরের জন্য সহকারী শিক্ষক হিসেবে ৬ হাজার ৯৪৭ জনকে নিয়োগ দেওয়া হবে। খুব শিগগিরই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। 

প্রাইমারি  শিক্ষক  নিয়োগ  ২০২০

  • সহকারী শিক্ষক পদে পুরুষ ও নারী উভয়ের ক্ষেত্রেই শিক্ষাগত যোগ্যতা স্নাতক করা হয়েছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা অনার্স অথবা সমমানের ডিগ্রি হতে হবে।
  • বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ২১ থেকে ৩০ বছর। তবে নারী প্রার্থীদের জন্য ৬০ শতাংশ কোটা বহাল থাকবে।
  • ২০ শতাংশ পোষ্য কোটা ও বাকি ২০ শতাংশ পুরুষ প্রার্থীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। এ ক্ষেত্রে বিজ্ঞান বিষয়ে পাস করা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • যদি ২০ শতাংশ কোটা পূরণ না হয়, তবে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।
  • নিয়োগ প্রার্থীর বয়স নির্ধারণ করা হয়েছে ২১-৩০ বছর প্রধান শিক্ষক পদে পদোন্নতির মাধ্যমে ৬৫ শতাংশ আর পিএসসির মাধ্যমে সরাসরি ৩৫ শতাংশ নিয়োগ দেওয়া হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ : ২০ অক্টোবর ২০২০
আবেদন শুরুর তারিখ : ২৫ অক্টোবর ২০২০
আবেদনের শেষ তারিখ :  ২৪ নভেম্বর ( রাত ১১ঃ৫৯ মি)
পরিক্ষা পদ্ধতি : লিখিত (এমসিকিউ)
আবেদন ফি : ১০০ এবং টেলিটকের সার্ভিস ফি ১০ টাকা টোটাল চার্জসহ (১০০+১০)= ১১০ টাকা
আবেদন লিংক : dpe.teletalk.com.bd

  • প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা-   সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক’ নিয়োগের লিখিত (এমসিকিউ) পদ্ধতিতে গ্রহন করা হবে।
  • আবেদনের বয়সসীমা : আগস্ট ৩০, ২০২০ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বৎসরের মধ্যে হতে হবে। তবে শুধুমাত্র মুক্তিযােদ্ধার সন্তান ও প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়সসীমা ৩২ বৎসর হবে। বয়স নিরূপণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযােগ্য নয়।


সহকারি শিক্ষক পদে আবেদন  প্রক্রিয়া  ২০২০

প্রাথমিক  শিক্ষক  নিয়োগ  ২০২০ কিছু দিনের মধ্যেই প্রাইমারি শিক্ষক নিয়োগ আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে । প্রাথমিক শিক্ষক নিয়োগের আবেদন প্রক্রিয়াটি নিচে দেওয়া হল-

আপনি আপনার ওয়েব ব্রাইজারে গিয়ে টাইপ করুন – dpe.teletalk.com.bd । সার্চ করার পর আপনি নিচের মত একটি পেইজ দেখতে পাবেন ।

আবেদন করার জন্য Application Form  এ ক্লিক করুন। ক্লিক করার পর আবেদন ফর্ম প্রদর্শিত হবে সেখানে প্রয়োজনীয় তথ্য দিন । অবশ্যই খেলায় রাখবেন যেন ভুল না হয় । কারণ ভুল হবে পরবর্তীতে সংশোধন করার কোন ব্যবস্থা নেই ।

প্রাইমারি শিক্ষক নিয়োগের ফি প্রদান

সঠিক ভাবে প্রাথমিক শিক্ষক নিয়োগ ফর্ম পূরনের পর আপনকে একটি User ID ও Password করা হবে । যা ব্যবহার করে টেলিটক সিমের মাধ্যমে টাকা পরিশোধ করতে হবে ।

সহকারি শিক্ষক নিয়োগ প্রবেশ পত্র ডাউনলোড

প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২০ এর প্রবেশপত্র ডাউনলোড করতে হলে আপনাকে  dpe.teletalk.com.bd এই ওয়েবসাইটে আপনার User ID ও Password ব্যবহার করে লগইন করতে হবে লগ ইন করার পর Download Admit Card আপশন থেকে প্রবেশপত্র ডাউনলোড করে নিতে পারবেন ।

প্রাথমিক সহকারি  শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০ রেজাল্ট

প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০২০ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে । ডিপিই এর ওয়েবসাইটের পাশাপাশি আমাদের ওয়েবসাইট থেকেও প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২০ দেখতে পারবেন ।

সকল চাকরির আপডেট, বই ও অন্যান্য লেকচার শীট পেতে আমাদের ফেইজবুক পেজ বা গ্রুপে যোগ দিন ।

1 comment:

  1. Casino de Grosvenor del Sintra: Vegas to reopen casino | GMC
    A handful bet365 of 토토 사이트 중계 casinos closed the gambling operations 승부사 온라인 환전 Wednesday, as well 바카라사이트주소 as 인터넷 바카라 the new Caesars Palace and Wynn Plaza.

    ReplyDelete

Theme images by caracterdesign. Powered by Blogger.